ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

জঙ্গি দমনে বন্ধু দেশের সহযোগীতা নেয়া হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯:০৫, ৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:১১, ৭ আগস্ট ২০১৬

জঙ্গি দমনে বন্ধু দেশগুলোর সহায়তা নেয়া হবে বলে আবারো জানানলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে যুক্তরাজ্যের হাইকমিশারের সাথে বৈঠকের পর তিনি একথা বলেন। এদিকে শিগগিরই বৃটিশ কাউন্সিলের সব কার্যক্রম শুরু হবে বলে জানান হাইকমিশনার। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বৃটিশ হাইকমিশনার এলিসন ব্ল্যাক। পরে সাংবাদিকদের তিনি জানান, শুধু নিজের দেশের মানুষের নিরাপত্তার কথা ভেবে নয়, বাংলাদেশের মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই একযোগে কাজ করে যাচ্ছেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দারা তৎপর রয়েছে। তবে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ দমনে প্রয়োজনে যুক্তরাজ্য সহ অন্যান্য দেশের সহযোগিতা নেয়া হবে। সন্ত্রাস ও জঙ্গি হামলার ঘটনায় যাদের গ্রেফতার করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি