ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

জঙ্গি মদদদাতা খুঁজে বের করা ও অর্থায়ন বন্ধে সরকারের প্রতি আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ২ এপ্রিল ২০১৭ | আপডেট: ১২:০২, ৪ এপ্রিল ২০১৭

জঙ্গি দমনের পাশাপাশি তাদের মদদদাতা খুঁজে বের করা ও অর্থায়ন বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। দলের শৃঙ্খলা ভঙ্গকারী ও বিভাজন সৃষ্টিকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। 

ধানমন্ডির দলীয় কার্যালয়ে সম্পাদকমন্ডলীর সভা ও মুজিনগর দিবস উদযাপন কমিটির প্রস্তুতি সভায় যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১৭ই এপ্রিল মুজিবনগর দিবস সফল করতে দায়িত্বপ্রাপ্ত নেতা কর্মীদের দেন বিভিন্ন দিকনির্দেশনা তিনি। সেই সঙ্গে দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন।

এদিকে জাতীয় প্রেসক্লাবে আরেক কর্মসূচিতে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিপদগামী কিছু তরুন জঙ্গী পরিচয়ে বর্তমান সরকারের সমস্ত অর্জনকে নস্যাৎ করতে মাঠে নেমেছে ।

একই অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ড. হাসান মাহমুদ বলেন, বিএনপির মদদে দেশে জঙ্গী তৎপরতা বাড়ছে।

বিপদগামী তরণদের ফিরিয়ে আনতে আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানান আলোচকরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি