ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

জঙ্গি সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৩, ২০ এপ্রিল ২০১৭

জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকা সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

মতিহার থানার ওসি হুমায়ন কবির বলেন, জঙ্গি সন্দেহে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে রাবির মার্কেটিং বিভাগের জুবায়ের হোসেন, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের আল তৌফিক সানি এবং প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্র মাকসুদুল হককে আটক করা হয়। তারা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী। রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, জুবায়ের দীর্ঘদিন ধরে ফেইসবুকে জঙ্গিবাদ সংশ্লিষ্ট লেখা পোস্ট ও শেয়ার দিয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে আজ তাকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে সে জিহাদী কাজের প্রতি তার সমর্থনের কথা স্বীকার করে। পরে তৌফিক আল সানির ব্যাগ তল্লাশি করে ১৬টি সিম পাওয়া যায়। তাদের মুঠোফোনে জঙ্গি সংগঠন আইএস সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানায়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি