ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

জঙ্গি হামলার অর্থ ও অস্ত্রের সরবরাহ হয়েছে দেশের বাইরে থেকে

প্রকাশিত : ১৯:২৯, ১৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:২৯, ১৯ সেপ্টেম্বর ২০১৬

সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর অর্থ ও অস্ত্রের সরবরাহ হয়েছে দেশের বাইরে থেকে। আর এসব হামলার অন্যতম হোতা নব্য জেএমবির সামরিক শাখার কমান্ডার মারজান ছাড়াও গুরুত্বপূর্ণ আরও চারজনের বিষয়ে তথ্য পেয়েছে পুলিশ। এদের দু’জন বিদেশে পালিয়ে গেছে। সাংবাদিকদের সাথে আলাপে এসব তথ্য জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোঁরা ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় জঙ্গি হামলাসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ৪০টি হামলা চালায় নব্য জেএমবি। এসব হামলার অন্যতম হোতা তামিম চৌধুরী ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জাহিদুল ইসলাম জঙ্গিবিরোধী অভিযানে নিহত হলেও অনেকেই এখনও পলাতক রয়েছে। জঙ্গি হামলা মামলার তদন্তে নেমে নব্য জেএমবির সামরিক শাখার প্রধান নুরুল ইসলাম মারজানসহ  ৫ জনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানান ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট প্রধান। জঙ্গিদের অস্ত্র ও অর্থের যোগান নিয়েও কথা বলেন তিনি। ১০ সেপ্টেম্বর রাজধানীর আজিমপুরে জঙ্গিবিরোধী অভিযানে গ্রেপ্তার নারী ও কিশোর জঙ্গি নিয়েও কথা বলেন ডিএমপির এই শীর্ষ কর্মকর্তা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি