ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জঙ্গি হামলায় আতঙ্কিত প্রিয়াঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ২ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মেমোরিয়াল সংলগ্ন অঞ্চল মঙ্গলবার দুপুরে কেঁপে ওঠে জঙ্গি হামলায়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মেমোরিয়াল সংলগ্ন জনবহুল এলাকায় বাইক লেনে ঢুকে পড়ে একটি ভাড়ার ট্রাক। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ৮ জনের। যুক্তরাষ্ট্রে এই জঙ্গি হানার পর পরই আতঙ্ক ছড়ায়। যে ঘটনার স্বাক্ষী হয়ে রইলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

হামলাটি যেখানে চালানো হয়েছে, সেই ম্যানহাটন থেকে পাঁচটি ব্লক দূরেই বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাড়ি। টুইট করে খবরটি জানিয়েছেন প্রিয়াঙ্কা। বর্তমানে শুটিংয়ের কাজে নিউইয়র্কেই রয়েছেন তিনি।

টুইটে প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমার বাড়ি থেকে পাঁচটি ব্লক আগেই হামলাটি হয়েছে। ঘটনার কিছুক্ষণ পরেই শুটিং সেরে বাড়ি ফিরি আমি। কাজ সেরে যখন বাড়ি ফিরছি তখন সাইরেনের শব্দ শুনতে পেয়েছি।

তখন আকস্মিকতায় আর বিভীষিকায় স্তম্ভিতে হয়ে যান প্রিয়াঙ্কা। টুইটে এমনটাই লিখেছেন তিনি।

অবশ্য জঙ্গি হামলার কড়া নিন্দা করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। 

প্রসঙ্গত, কোয়ান্টিকোর শ্যুটিংয়ের একটি দৃশ্যও টুইটে শেয়ার করেন প্রিয়াঙ্কা। সেখানে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা চোপড়ার মুখ কালো কাপড়ে ঢাকা রয়েছে। তাঁকে পিছন থেকে কেউ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ২০১৮ সালে কোয়ান্টিকোর তিন নম্বর সিজনের প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

সূত্র : জি নিউজ

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি