ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জঙ্গিবাদ নিয়ে সরকারের অবস্থান অস্পষ্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ২ এপ্রিল ২০১৭ | আপডেট: ১২:১৮, ১৩ মে ২০১৭

জঙ্গিবাদ নিয়ে সরকারের অবস্থান অস্পষ্ট বলে দাবি করেছেন বিএনপি নেতারা। ঐক্যবদ্ধভাবে জঙ্গি দমনের আহবান জানিয়েছেন তারা। তবে ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি করতেই সরকার এ ইস্যু সামনে আনা হয়েছে বলেও দাবি বিএনপি নেতাদের। রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তারা।

সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় অবস্থান তুলে ধরতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন।

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আবারো অভিযোগ করেন, ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি করতেই জঙ্গিবাদ ইস্যু তৈরি করেছে সরকার। হত্যা, গুম, ক্রসফায়ারের মত বিচারবর্হিভূত হত্যাকান্ড বৈধ করতেই সরকার এসব করছে বলেও মন্তব্য তার।

এদিকে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। দলমতের উর্ধে উঠে জঙ্গিবাদ প্রতিহত করার আহ্বান জানান তিনি।

আরেক মানববব্ধনে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেন, দেশের মানুষের নিরাপত্তা দিতে সরকার ব্যার্থ ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি