জঙ্গিবাদ বিরোধী গণজাগরণ গড়ে তুলতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা র্যালী ও সমাবেশ
প্রকাশিত : ০৯:৪৮, ৩০ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:৪৮, ৩০ আগস্ট ২০১৬
আওয়ামী লীগের নেতৃত্বে ময়মনসিংহে চলছে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠনের কাজ। এদিকে জঙ্গিবাদ বিরোধী গণজাগরণ গড়ে তুলতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা র্যালী ও সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছেন। প্রশাসনের আশা এসব আয়োজন জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে উদ্বুদ্ধ করবে।
এই স্বতঃস্ফুর্ত মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ মিছিলই বলে দেয় সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সোচ্চার হয়ে উঠেছে ময়মনসিংহের মানুষ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ছাড়াও এসব কর্মসূচিতে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
দেশজুড়ে গণজাগরণ সৃষ্টির মাধ্যমে জঙ্গিবাদ নির্মূল সম্ভব বলে মনে করছেন স্থানীয় বিশিষ্টজনরা।
সিংক: বাবুল হোসেন, সেক্রেটারি, ময়মনসিংহ প্রেসক্লাব
এদিকে জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে জেলার সর্বস্তরের মানুষকে নিয়ে চলছে কমিটি গঠনের কাজ। কমিটিতে নানা শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা হচ্ছে বলে জানান আওয়ামী লীগ নেতারা। আর পুলিশ জানায়, জঙ্গিবাদ নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতার কথা।
আরও পড়ুন