ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জঙ্গিরা গ্রেনেড ছুড়ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৭, ২৯ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

সিলেটের শিববাড়ির জঙ্গিবিরোধী অভিযানের রেশ না কাটতেই মৌলভীবাজারে দু’টি জঙ্গি আস্তানার সন্ধান মিলেছে। বড়হাট ও ফতেহপুরের ওই দুই জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ। এরই মধ্যে জঙ্গিদের সাথে পুলিশের গোলাগুলি হয়েছে। জঙ্গিরা গ্রেনেডও ছুড়ছে বলে জানিয়েছে পুলিশ। কাউন্টার টেররিজম ইউনিট ও সেয়াত অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেয়া হবে বলেও জানান তিনি।

মৌলভীবাজার সদর উপজেলার ফতেহপুর গ্রামে জঙ্গি আস্তানার সন্ধান মেলে মঙ্গলবার রাতে। আর পৌর এলাকার বড়হাটের আস্তানাটির সন্ধান পাওয়া যায় বুধবার ভোরে। স্থানীয় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা বাড়ি দুটি ঘিরে রেখেছে। ঢাকা থেকে ঘটনাস্থলে পৌছেছে কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াত সদস্যরা।

ফতেহপুর জঙ্গি আস্তানা থেকে থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে। পুলিশ জানিয়েছে, জঙ্গিরা গুলি চালালে তারাও পাল্টা গুলি চালায়।

আস্তানার ভেতরে থাকা জঙ্গিরা গ্রেনেডও ছুড়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশংকায় জঙ্গি আস্তানা দু’টির আশপাশের বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে।

সর্বত্র বিরাজ করছে আতংক। ঘিরে রাখা জঙ্গি আস্তানার আশপাশে কাউতে ভিড়তে দেয়া হচ্ছে না।

এদিকে, মৌলভীবাজারে জঙ্গিবিরোধী অভিযান নিয়ে সচিবালয়ে কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী।

অভিযানে সেনাবাহিনীর সহায়তার প্রয়োজন আছে কি না এমন প্রশ্নেরও জবাব দেন তিনি।

জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের নীতি জিরো টলারেন্স বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি