ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

জটিল থেকে জটিলতর হচ্ছে বাখমুত যুদ্ধ: জেলেনস্কি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সোমবার সতর্ক করে বলেছেন, যুদ্ধের মূল কেন্দ্র বাখমুতের আশ-পাশের পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। 

তিনি তার সান্ধ্য ভাষণে বলেছেন, পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। 

বাখমুত রক্ষায় প্রকৃত বীরের মতো লড়াই চালিয়ে যেতে ইউক্রেন সৈন্যদের প্রতি আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেছেন, আমাদের অবস্থান রক্ষার জন্যে ব্যবহার করা যেতে পারে এমন সবকিছু শত্রুরা অব্যাহতভাবে ধ্বংস করছে। 

উল্লেখ্য, রাশিয়ার বছরব্যাপী আগ্রাসনের মধ্যে পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের শিল্পশহর বাখমুতের লড়াই সবচেয়ে দীর্ঘস্থায়ী হচ্ছে।

জেলেনস্কি বলেছেন, বাখমুতের জন্যে যতদিন পারা যায় ইউক্রেন লড়াই চালিয়ে যাবে। 

দোনেৎস্ক পিপলস রিপাবলিকের স্বঘোষিত নেতা ডেনিস পুশিলিন রুশ টেলিভিশনে সোমবার বলেছেন, বাখমুতমুখী সকল সড়ক মস্কোপন্থী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি