ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

জটিলেশ্বর মুখোপাধ্যায় আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ২২ ডিসেম্বর ২০১৭

সঙ্গীতশিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায় মারা গেছেন। দীর্ঘদিন ধরেই তিনি ডায়াবেটিস, হাইপারটেনশন ও কিডনিজনিত সমস্যা ভুগছিলেন।

গত ৬ ডিসেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

জটিলেশ্বর মুখোপাধ্যায় ১৯৩৪ সালের ১৩ ডিসেম্বর পশ্চিমবঙ্গের চুচুঁড়ায় জন্মগ্রহণ করেন। তার সংগীতগুরু ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। এ ছাড়াও কিংবদন্তি শিল্পী চিন্ময় লাহিড়ী এবং সুধীন দাশগুপ্তের কাছেও গানের তালিম নিয়েছেন।

পণ্ডিত অজয় চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত, পিন্টু ভট্টাচার্য, সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো বরেণ্য শিল্পীরা জটিলেশ্বরের সুরে গান গেয়েছেন। ‘দামু’, ‘নটী বিনোদিনী’ চলচ্চিত্রে সঙ্গীত-সুরারোপের জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন।

তার মত্যুতে পশ্চিমবঙ্গের সঙ্গীতাঙ্গন জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

১৯৬৩ সালে জটিলেশ্বর প্রথম রেকর্ড করেন ‘একটি রঙিন ফুল’ শিরোনামের গান। তবে ১৯৬৮ সালে ‘বঁধুয়া আমার চোখে, জল এনেছে হায়’ গানটির মধ্য দিয়ে জনপ্রিয়তা পান।

এ কোন সকাল, ‘আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি’র মতো অজস্র জনপ্রিয় বাংলা গানের এই শিল্পী বাঙালির মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি