জন আব্রাহামের ‘দ্য ডিপ্লোম্যাট’ নিষিদ্ধ মধ্যপ্রাচ্যে
প্রকাশিত : ১৬:৪৯, ৯ এপ্রিল ২০২৫

জন আব্রাহাম অভিনীত ও প্রযোজিত সাম্প্রতিক বলিউড সিনেমা ‘দ্য ডিপ্লোম্যাট’ ভারতে মুক্তির পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে দর্শকমহল ও সমালোচকদের কাছ থেকে। ১৪ মার্চ মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ভারতের রাজনৈতিক মহলেও আলোড়ন তোলে। কিন্তু সিনেমাটি নিয়ে যখন দেশজুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া, তখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
এই নিষেধাজ্ঞা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে জন আব্রাহাম বলেন, “এই ছবিটি কোনো জঙ্গিবাদের ওপর ভিত্তি করে নির্মিত হয়নি। রীতেশ শাহ অসাধারণ একটি স্ক্রিপ্ট লিখেছেন এবং শিবম নায়ারের পরিচালনা প্রশংসনীয়। কোনো দেশকে খাটো করে দেখানো হয়নি সিনেমাটিতে।”
তিনি আরও জানান, “এটি কোনোভাবেই পাকিস্তানবিরোধী সিনেমা নয়। বরং আমরা এতে একজন সৎ পাকিস্তানি আইনজীবী, সৎ বিচারপতি ও সীমান্তে দায়িত্বরত সৎ পুলিশ কর্মকর্তার চরিত্র তুলে ধরেছি, যারা অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন। এতে আপত্তির কিছুই নেই।”
মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হওয়ায় স্পষ্টতই মর্মাহত জন আব্রাহাম বলেন, “আমরা যেভাবে সিনেমায় ভারসাম্য রক্ষা করেছি, তাতে এ ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাশিত ছিল না।”
উল্লেখ্য, ‘দ্য ডিপ্লোম্যাট’ সিনেমাটি কূটনৈতিক সংকট ও ন্যায়বিচার নিয়ে তৈরি, যা দক্ষিণ এশিয়ার রাজনীতি ও মানবাধিকার ইস্যুতে একটি শক্তিশালী বার্তা দেয়। তবুও, মধ্যপ্রাচ্যের সেন্সর বোর্ড কেন এটি নিষিদ্ধ করলো, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
এমবি//