ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জন-বিপাশার ব্রেকআপ হয়েছিল যে কারণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ৬ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

২০০৩ সালের ‘জিসম’ ছবির করতে গিয়ে জন আব্রাহাম ও বিপাশা বসুর মধ্যে বন্ধুত্ব হয়। এরপর দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ধীরে ধীরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। তবে তা আর শেষ পরিণয়ের দিকে যায়নি। সম্পর্কে ফাটল ধরে বিচ্ছেদে রূপ নেয়।


জনের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, জন আব্রাহাম তাদের সম্পর্ক পরবর্তী ধাপে নিতে প্রস্তুত ছিলেন না। সূত্র জানায়, জন ও বিপাশার সম্পর্কের বয়স হয়েছিল ১০ বছর। সূত্রের ভাষ্য, এটি কম সময় না। অন্যান্য জুটিরা অনেক আগেই ঘর সংসার শুরু করেছিলেন, কিন্তু তারা ক্যারিয়ারে মনোযোগ দিয়ে অর্থ উপার্জন করতে চেয়েছিলেন। শেষ দুই বছর তাদের সম্পর্কের ব্যাপারে জনের মনোভাব দেখে বিপাশা হতাশ হয়ে পড়েন। জন তাকে অধিনস্ত ভাবতে শুরু করেছিলেন, যা বিপাশাকে খুব দুঃখ দিয়েছিল।

একপর্যায়ে সম্পর্কের ব্যাপারে জনের কাছে খোলাখুলি মন্তব্য চান বিপাশা। তখন জন বিচ্ছেদ করার সিদ্ধান্ত বিপাশাকে জানিয়ে দেন বলে দাবি ওই সূত্রের।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি