ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

জনগণের সেবার মানসিকতা নিয়ে চাকুরি করতে হবে

প্রকাশিত : ১৮:৪৯, ১০ জুলাই ২০১৯

খুলনা বিভাগীয় কমিশনার মো. লোকমান হোসেন মিয়া বলেছেন, জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। তাই জনগণের সেবার মানসিকতা নিয়ে আমাদের চাকুরি করতে হবে। সেবা গ্রহীতাদের সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে, তারা যেন আপনার আচরণে কষ্ট না পায়। সে দিকে খেয়াল রেখেই কাজ করে যেতে হবে।

বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসনে ২০তম গ্রেডে নব যোগদানকৃত কর্মচারীদের দুই দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জেলা প্রশাসনের চাকুরি খুবই মর্যাদা সম্পন্ন। আপনারা জেলা প্রশাসনেরই অংশ। চাকুরিরত অবস্থায় আপনাদের কর্মকান্ডে জেলা প্রশাসনের কোন ভাবমূর্তি ক্ষুন্ন যেন না হয় সেদিকে খেয়াল রাখার আহবান জানান তিনি।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিন হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিয়া শাহনাজ তমা, কামরুল হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনে নব যোগদানকৃত ৪১ জন অফিস সহায়ক, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী এই প্রশিক্ষণ কোর্সে অংশ নেন।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি