জনগনের সরকার ক্ষমতায় এলে চুক্তিগুলো গ্রহনযোগ্যতা হারাবে
প্রকাশিত : ১৭:১০, ১০ এপ্রিল ২০১৭
জনগনের সরকার ক্ষমতায় এলে বর্তমান সরকারের করা ভারতের সঙ্গে চুক্তিগুলো গ্রহনযোগ্যতা হারাবে বলে দাবি করেছে বিএনপি।
সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রেীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রতিরক্ষা চুক্তির নামে দেশের নিরাপত্তাকে বিতর্কিত করে প্রায় শূন্য হাতে ফিরছেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, চুক্তিগুলো সাংবিধানিক ভাবে অবৈধ। ভিন্ন কোনো রাষ্ট্রের সঙ্গে চুক্তি সংসদ না মানলে এগুলো মূল্যহীন বলেও দাবি করেন তিনি । সবচুক্তি জনগনের সামনে প্রকাশের দাবিও জানান এই বিএনপি নেতা।
আরও পড়ুন