জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন পশুর হাট (ভিডিও)
প্রকাশিত : ১২:৩৮, ২৯ জুন ২০২১
একদিকে করোনা সংক্রমণের ঝুঁকি অন্যদিকে কোরবানীর হাটে গিয়ে পশু কেনার ঝামেলা এড়াতে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন হাট। অনলাইনে বুকিং দিয়ে কিছু অর্থ আগাম পরিশোধ করলে নির্দিষ্ট সময়ে কোরবানির পশু বাড়ি পৌঁছে দেয় প্রতিষ্ঠানগুলো। শুধু তাই নয়, ওয়েবসাইটে গরু পছন্দ করে অর্ডার দিলে কোরবানি দিয়ে বাড়িতে মাংস পৌঁছে দেয়ারও ব্যবস্থা রেখেছে সিটি কর্পোরেশনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
প্রযুক্তির বিকাশে অনলাইনে কেনাকাটার পরিসর বেড়েছে। অর্ডার করলেই পোশাক-আশাক থেকে শুরু করে নিত্য ব্যবহার্য জিনিস বাড়ি পৌঁছে যায়। বাড়ি-গাড়ি কেনার সুযোগও আছে অনলাইনে। হালে কোরবানির পশুও মিলছে অনলাইন হাটে।
অনলাইনে কোরবানির জন্য গরু-ছাগল অর্ডার করতে পরিশোধ করতে হবে অগ্রিম কিছু অর্থ। নির্দিষ্ট সময়ে পছন্দের পশুটি পৌঁছে যাবে বাড়িতে।
যারা পশু জবাই এবং কাটাকাটির ঝামেলায় যেতে চান না, তাদের জন্যও ব্যবস্থা রেখেছে সিটি করপোরেশন।
ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, ১৫ জুলাইয়ের মধ্যে যারা আমাদেরকে জানাবে যে, আমরা প্রফেশনালদের মধ্যে কোরবানী করতে চাই। কিছু চার্জের মাধ্যমে সেই রকম একটা পরিকল্পনা আমরা নিয়েছি।
রাজধানীর বিশ হাজারেরও বেশি খামার এবার অনলাইনে অংশ নিচ্ছে। এদের মধ্যে বড় কয়েকটি খামার কোরবানীর পশু দক্ষ কসাই দিয়ে জবাই করে মাংস পাঠিয়ে দেয় বাসায় বাসায়। যারা আগে বুকিং দেবেন তারাই ঈদের তিন দিন পর্যন্ত বাসায় বসে কোরবানীর মাংস পাবেন।
বাংলাদেশ ডেইরী ফার্ম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাবমীর সাদাত হোসাইন বলেন, দক্ষ প্রফেশনাল কসাই আছে, তাদের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে একটা চুক্তি করে আমরা কাজ করি। এর জন্য যে ফ্রিটা আসে সেটা আমরা কাস্টমারদের জানানোর চেষ্টা করি। যখন তাদের সঙ্গে এগ্রিমেন্ট হয়ে যায় তখন তাদের গরুটা সময় মতো সুন্দরভাবে কাজটা সম্পন্ন করা হয়। কেউ যদি মাংস সংগ্রহ করতে আসেন তাও পারেন, নয়তো আমরা নিজেদের পরিবহনে মাংস পৌঁছে দেই।
অনলাইনে পশু কিনে তা খামারীদের মাধ্যমে প্রসেস করে নিলে কোরবানীর বর্জ্যে পরিবেশ দূষিত হবে না বলে জানান অনলাইন আয়োজকরা।
ভিডিও-এএইচ/
আরও পড়ুন