ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

জনপ্রিয় ১০টি অ্যাপের ৬টিই ফেসবুকের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ১২ জুলাই ২০১৭ | আপডেট: ১৩:৫৭, ১৩ জুলাই ২০১৭

বিশ্বে সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপের শীর্ষ ১০ তালিকার ৬টিই ফেসবুকের। এ তালিকায় শীর্ষে আছে হোয়াটসঅ্যাপ। বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান স্টাটিস্টা ডটকমের প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।

চলতি বছরের জুনের প্রতিবেদনে দেখা যায়, শীর্ষে থাকা হোয়াটসঅ্যাপ এক মাসে প্লে-স্টোর হতে প্রায় ৯৬ দশমিক ৩০ মিলিয়ন ডাউনলোড হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ম্যাসেঞ্জার ও ফেসবুক অ্যাপ যথাক্রমে ৭৫ দশমিক ৬৭ এবং ৩৯ দশমিক ৯৩ মিলিয়ন ডাউনলোড হয়েছে।

এছাড়া সপ্তম ও দশম স্থানে থাকা ফেইসবুক লাইট ও ম্যাসেঞ্জার লাইট যথাক্রমে ২৮ দশমিক ২৬ এবং ১০ দশমিক ৫২ মিলিয়ন ডাউনলোড হয়েছে।

চতুর্থ স্থানে রয়েছে ছবি শেয়ারিং প্লাটফর্ম ইন্সটাগ্রাম। এটি একই সময়ে ৩৫ দশমিক ৭২ মিলিয়ন ডাউনলোড করা হয়েছে। ষষ্ঠ স্থানে রয়েছে ভিডিও শেয়ারিং সেবা স্ন্যাপচ্যাট। এছাড়া ফিডগেট স্পিনার ২২ দশমিক ৮০ মিলিয়ন ডাউনলোড নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

অষ্টম ও নবম স্থানে থাকা সাবওয়ে সাফারস ও স্পটিফাই মিউজিক যথাক্রমে ১২ দশমিক ১৮ মিলিয়ন এবং ১০ দশমিক ৫২ মিলিয়ন ডাউনলোড হয়েছে।

আর/ডব্লিউএন

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি