ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জনসভা নয়, এই ভিড় সানি লিওনকে দেখতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ১৮ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

পর্নোস্টার থেকে বলিউড নায়িকা হওয়া সানি লিওনকে দেখতে এই ভিড়। এত ভক্ত হতে পারে সানি লিয়নের? নিজের চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। কেউ কেউ বলছেন, সানির ফ্যান দেখে এবার হিংসা করতে পারেন বলিউডের জনপ্রিয় তারকারা। এযেন জনসমুদ্র।


সম্প্রতি ভারতের কেরালা গিয়েছিলেন সানি। অভিনেত্রীর আসার খবর প্রকাশ হতেই ভিড় উপচে পড়ে। কয়েকহাজার মানুষ সানিকে দেখতে জড়ো হয়। ভক্তদের হতাশ করেননি সানি। গাড়ি থেকে মুখ বাড়িয়ে হাত নাড়েন। শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানান। ঠিক তখন ভিড়ের মধ্যে থেকে শোনা যায়, সানি লিয়ন সানি লিয়ন সমবেত স্বর।


এত ফ্যানকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত সানি। আগে ছিলেন পর্নোস্টার। এখন বলিউড ছবিতে আইটেম ড্যান্সারের ভূমিকায় দেখা যায় তাঁকে। এত জনপ্রিয়তা কোনও আইটেম ড্যান্সার এর আগে পাননি, তা বলার অবকাশ রাখেনা।
কয়েকদিন আগে ২১ মাসের এক কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন সানি। সম্প্রতি কাজ করেছেন বাদশাহ, ভূমি ছবিতে। আবার একটি বাংলা ছবিতেও আইটেম ড্যান্সারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। মুম্বাইয়ে হয়েছে তার শুটিং।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি