ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জনসভার অনুমতি চাইতে ডিএমপিতে বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

দুর্নীতি মামলায় দণ্ডিত দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে আগামী ১২ মার্চ জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আর সেই জনসভার অনুমতি চাইতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেছে চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার সকাল ১০টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে যায় প্রতিনিধিদলটি।

প্রতিনিধিদলে আরও ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।

ডিএমপি থেকে বেরিয়ে আতাউর রহমান ঢালী জানান, অনুমতির বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি একই দাবিতে জনসভা করার ঘোষণা দিয়েছিল বিএনপি। কিন্তু ভাষার মাস হওয়ায় কোনো রাজনৈতিক দলকে সভা-সমাবেশের অনুমতি দিতে অপারগতা প্রকাশ করে ঢাকা মহানগর পুলিশ।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি