ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

জনসাধারণকে রাজপরিবারের ধন্যবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২০, ২০ মে ২০১৮ | আপডেট: ১৯:২১, ২০ মে ২০১৮

প্রিন্স হ্যারি ও মেগান মর্কেলের বিয়ে উপলক্ষ্যে উইন্ডসর দুর্গে আসা অতিথি ও ভক্ত শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ জানিয়েছে ব্রিটিশ রাজ পরিবার। আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি দূর্গের বাইরে শহর জুড়ে জড়ো হওয়া জনতাকে ধন্যবাদ জানিয়েছে ব্রিটিশ রাজ পরিবার।

ব্রিটিশ রাজ পরিবার এক টুইট বার্তায় আজ রবিবার এই ধন্যবাদ বার্তা প্রকাশ করে।

গতকাল শনিবার প্রিন্স হ্যারির সাথে সাবেক মার্কিন টিভি অভিনেত্রী মেগান মর্কেলের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিল ৬০০ জন আমন্ত্রিত অতিথি। আর সেন্ট জর্জ গির্জার বাইরে উপস্থিত থাকতে আমন্ত্রণ পেয়েছিল দেড় হাজার অতিথি।

তবে রাজকীয় নব দম্পতিকে এক নজর দেখার জন্য উইন্ডসর দূর্গের সদর দরজার বাইরে থেকে পুরো শহরজুড়ে সমবেত হয়েছিল লাখে লাখে জনতা। ব্রিটেনের বাইরে থেকেও মানুষ এসে জড়ো হয়েছিল সেখানে।

এছাড়াও টিভির সরাসরি সম্প্রচারে এই বিয়ে দেখেছেন কয়েক কোটি দর্শক। ব্রিটেন ও কমনওয়েলথভুক্ত দেশগুলোসহ অন্যান্য বিভিন্ন দেশ থেকে দর্শকেরা এই রাজ বিয়ের সরাসরি সম্প্রচার উপভোগ করেন।

এসএইচএস/টিকে  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি