ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

জন্ম নিয়ন্ত্রণের ওষুধে বাড়ে এইডসের ঝুঁকি : গবেষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:২৪, ৭ জানুয়ারি ২০১৮

জন্ম নিয়ন্ত্রণের জন্য নারীরা যেসব ওষুধ সেবন করেন তা তাদের জন্য মোটেও নিরাপদ নয়। কারণ এতে এইডসের ঝুঁকি বেড়ে যায়। সম্প্রতি এক গবেষণা এমনটাই বলছে।

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একদল গবেষক নির্দিষ্ট কিছু প্রাণীর ওপর এ গবেষণা করেন। অ্যান্ডোক্রিন রিভিউস জার্নালে প্রকাশিত তাদের গবেষণা প্রবন্ধটিতে বলা হয়েছে, জন্ম নিয়ন্ত্রণের সাধারণ ওষুধ বা ইনজেকশন যৌন কোষের ওপর বিরূপ প্রভাব ফেলে সংক্রমণ ঘটাতে পারে নানা ধরনের যৌন রোগের। আর এর চূড়ান্ত পরিণতি হচ্ছে এইডস।

গবেষক দলের প্রধান জানেট পি হাপগুড বলেছেন, ‘চমকপ্রদ এই গবেষণাটি মানবদেহে এইডসের ঝুঁকি নিরুপণে দারুণভাবে সহায়তা করেছে।

হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস (এইচআইভি) সংক্রমণের ফলে সৃষ্ট এইডস বর্তমান বিশ্বে মরণঘাতি রোগ। ২০১৬ সালে ইউএনএইডস জানায়, বিশ্বব্যাপী ৩৬ দশমিক ৭ মিলিয়ন এইচআইভি আক্রান্ত রোগী রয়েছে।

সূত্র: জি নিউজ

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি