ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জন্মদিন একসঙ্গে কাটাবেন ক্যাট-সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ১৫ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:০৮, ১৫ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

কাল ৩৪ এ পা দিচ্ছেন বলিউডের বিউটি কুইন ক্যাটরিনা কাইফ। তার এবারের জন্মদিনটা কাটবে সাবেক প্রেমিক সালমানের সঙ্গে।

আইফার আসরে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে রয়েছেন সালমান ও ক্যাট। এ সময় তার কাছে জীবনের স্মরণীয় ঘটনার কথা জানতে চান গণমাধ্যম কর্মীরা। এর জবাবে ক্যাটরিনা বলেন, ১৮ বছর বয়সে প্রথম সালমানকে দেখেছিলাম। এটাই আমার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা।

ক্যাটরিনার জবাবে সালমান বলেন, সে সময় আমি কোনো দুষ্টামি করিনি আর মনে রাখার মতো কোনো কাজও করিনি। সালমানের এমন মজার মন্তব্যে হাসি দেন ক্যাটরিনা।

কাল ক্যাটরিনার ৩৪ তম জন্মদিনটি তার সঙ্গে কাটানোর কথা জানান সালমান। এ প্রসঙ্গে তিনি বলেন, আইফার আসরে আসার পর থেকেই আমার কাছে মনে হয়েছে এবার ১৬ জুলাই আমরা একসঙ্গে কাটাতে পারবো। এটা আমার কাছে স্রেফ একটা তারিখ নয়, এটা ক্যাটরিনার জন্মদিন। সুত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

//আর//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি