ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জন্মদিনে আলিয়ার জন্য রয়েছে চমক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ১৩ মার্চ ২০১৮ | আপডেট: ১৭:৪১, ১৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের আগামী ১৫ মার্চ ২৫ বছর পূর্ণ হবে। এদিকে আলিয়া ভাট ‘ব্রক্ষাস্ত্র‘ ছবির শ্যুটিং এর জন্য অবস্থান করছেন বুলগেরিয়াতে। তার সঙ্গে সেখানে রয়েছে ছবির পুরো ইউনিট। এবার বিদেশের মাটিতেই হচ্ছে আলিয়ার জন্মদিন। তাই তাকে চমকে দিতে সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করেছেন সহশিল্পী রণবীর কাপুর এবং পরিচালক আয়ান মূখার্জী। চুপিসারে সব আয়োজনও সম্পন্ন করে ফেলেছেন তারা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২৫ বছর পূর্ণ হওয়া মানে বিশেষ একটা মাইলফলক ছোঁয়া। আর এই বিশেষ দিবসে আলিয়া যেহেতু দেশ থেকে দূরে আছেন তাই রণবীর ও আয়ান তার দিনটি আনন্দময় করার জন্য বিশেষ কিছু উদ্যোগ নিয়েছেন। যা তারা অত্যন্ত গোপনীয়তার সঙ্গেই করেছেন। সবকিছুই করা হয়েছে আলিয়াকে খুশি করতে আর আনন্দ দিতে। 

এর আগে আলিয়া জানিয়েছিলেন, মার্চে মাসের পুরোটাই তিনি বুলগেরিয়ায় থাকবেন। করন জোহর প্রযোজিত এবং আয়ান মুখার্জী পরিচালিত `ব্রক্ষাস্ত্র` ছবিটি মুক্তি পাবে আগামী বছর।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া


এসি

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি