জন্মদিনে দেশবাসীকে সাইলেন্ট কিলারের উপহার
প্রকাশিত : ১৬:২৬, ৪ ফেব্রুয়ারি ২০১৮
সাকিবের অনুপস্থিতিতে টেস্টে প্রথম অধিনায়কের দায়িত্ব পেয়ে জয় এনে দিতে না পারলেও, দলকে হারের লজ্জা থেকে বাঁচিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
অধিনায়ক হিসেবে দলের প্রয়োজনীয় মুহূর্তে ব্যাট হাতে জ্বলে উঠেছেন। প্রথম ইনিংসে উইকেটের একপাশ আগলে রেখে ৮৩ রানে অপরাজিত ছিলেন।
আর দ্বিতীয় ইনিংসে ২৮ রানে অপরাজিত ছিলেন। এবারে ইনিংসটি ছোট হলেও তা অত্যন্ত মূল্যবান। তার ইনিংসের ধার দেখেই লংকান অধিনায়ক এগিয়ে এসেছেন হাত মেলাতে।
মুমিুনলের দুই শতকে ভর করে ও মাহমুদুল্লাহর দুই ইনিংসে করা রানের সহায়তার পঞ্চম দিনে ড্র হয় লংকানদের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট।
এই টেস্টেই তিনি তার ব্যক্তিগত সংগ্রহের এক নতুন মাইলফলকে পৌঁছেছেন। টেস্টে তিনি দুই হাজার রানের ক্লাবের সদস্য হয়েছেন।
টেস্টে প্রথম নেতৃত্ব দিয়ে দেশবাসীকে ড্র উপহার দিলেন তিনি। আজকের এই ফলাফলের দিন ৪ ফেব্রুয়ারী তার জন্ম দিন। এই ড্র দিয়েই যেনো তিনি দেশবাসীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন।
১৯৮৬ সালের এই দিনে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন সাইলেন্ট কিলার খ্যাত এই ক্রিকেটার। তিনি জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে ২৪৮টি ম্যাচ খেলেছেন।