ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

জন্মদিনে শতরান করে শচীনকে স্পর্শ করলেন কোহলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ৫ নভেম্বর ২০২৩

বিশ্বকাপের ম্যাচে শচীনকে ছুঁয়েই ফেললেন কোহলি। এক দিনের ক্রিকেটে করে ফেললেন ৪৯তম শতরান। সে মুহূর্তের সাক্ষী থাকল কলকাতার ইডেন গার্ডেন্স।

নিজের জন্মদিনে শচীন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি। এক দিনের ক্রিকেটে কোহলির ৪৯তম শতরান এল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। শচিনের কীর্তিতে ভাগ বসালেন কলকাতার ইডেন গার্ডেন্সে। রবিবার কোহলির শতরান পূর্ণ হল ১১৯ বলে। ১০টি চারের সাহায্যে। শেষ পর্যন্ত কোহলি অপরাজিত থাকলেন ১২১ বলে ১০১ রান করে।

এ বারের বিশ্বকাপে তিন বার শতরানের কাছ থেকে ফিরে আসতে হয়েছে কোহলিকে। বাংলাদেশের বিরুদ্ধে একটি শতরান করলেও কোহলি ভক্তদের মন ভরেনি। অনেকেই প্রত্যাশা করেছিলেন এ বারের বিশ্বকাপেই এক দিনের ক্রিকেটে শচিনের শতরানের সংখ্যা টপকে যাবেন কোহলি। তা হবে কিনা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ইডেনের ২২ গজে দক্ষিণ আফ্রিকার বোলারদের শাসন করতে করতে কোহলি স্পর্শ করে ফেললেন শচিনকে। এক দিনের ক্রিকেটে তাঁর ৪৯তম শতরান পূর্ণ হতেই দাঁড়িয়ে অভিনন্দন জানাল ইডেনের ৬৭ হাজারের গ্যালারি।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি