ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

জন্মদিনে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করলেন মোদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ২৮ সেপ্টেম্বর ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তাঁর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনাও করেছেন বৃহস্পতিবার এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা শুভকামনা জানান ভারতের প্রধানমন্ত্রী

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ সন্তান তিনি। ১৯৭৫ সাল ১৫ আগস্টের কালরাতে তাঁর পরিবারের সদস্যদের হত্যা করা হয়। ওই সময় শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা জার্মানিতে অবস্থান করার কারণে প্রাণে বেঁচে যান। পরে তিনি ইংল্যান্ডে চলে যান।

১৯৮১ সালে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথমবারের মতো তিনি সফলভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে দ্বিতীয়বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি ২০১৪ সালে তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

/আর/এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি