ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

জন্মদিনে হৃতিককে সুজানের শুভেচ্ছা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ১০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৫৪, ১০ জানুয়ারি ২০১৮

হৃতিক রোশন ও সুজান খানের বিচ্ছেদ হয়েছে ২০১৪ সালে। কিন্তু তারপরেও দুজনের সম্পর্কে কোনও প্রকার তিক্ততা ধরেনি। বিচ্ছেদের পরেও দু’জনকে একান্তে, আবার কখনও সন্তানদের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে। আজ ৪৪ বছরে পা রাখলেন হৃতিক। জন্মদিনে প্রাক্তন স্বামীকে শুভেচ্ছাও জানিয়েছেন সুজান।

ইনস্টাগ্রামে হৃতিকের সঙ্গে একটি ছবি পোষ্ট করে তার নিচে লেখেন, ‘সবসময় এবং সারাজীবনের জন্য সূর্যের আলোর মতোই আমার জীবনকে আলোকিত করো। এমনভাবেই উজ্জল হতে থাকো। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’

হৃতিকের বলিউড সফর

২০০০ সালে কহো না প্যায়ার হ্যায় সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন হৃতিক। মুক্তির পর সিলভার স্ক্রিনে ঝড় তোলে সিনেমাটি। রাতারাতি হার্টথ্রব হয়ে যান হৃতিক। সেই সময় বলিউডে খানেরাই দাপট দেখাত। কিন্তু প্রথম সিনেমাতে বাজিমাত করে খানেদের চাপে ফেলে দিয়েছিলেন তিনি। সেই বছরই বলিউডে পা রাখেন অভিষেক বচ্চন। এরপর কি হয়েছে সেটা সকলেরই জানা। সেই বছর সিনেমাটি ১০২টি পুরস্কার পায়। গিনেস বুকেও এর জন্য নাম উঠে যায়।

‘কহো না প্যায়ার হ্যায়’ সাফ্যলের পর খুব একটা জমাতে পারেননি হৃতিক। ‘ফিজা’ ও ‘মিশন কাশ্মীর’ সিনেমাতে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন- কিন্তু সিনেমা দুটি বক্স অফিসে তেমন সাড়া জাগাতে পারেনি। এরপর বেশ কিছু রোমান্টিক চরিত্রে অভিনয় করেন। কিন্তু সব সিনেমাগুলো ফ্লপ। পরে ‘কাভি খুশি কাভি গম’, ‘ধুম টু’, ‘লক্ষ্য’, ‘কোই মিল গেয়া’, ‘কৃষ’, ‘যোদ্ধা আকবর’র মতো সিনেমাতে অভিনয় করে আবারও খানেদেরকে টক্কর দেন।

সব থেকে আলোচনার বিষয়- হৃতিকের নাচ। হৃতিক আসার আগে বলিউডের নায়করা সেই অর্থে কোরিওগ্রাফি নিয়ে বিশেষ মাথা ঘামাত না। হৃতিকই বলিউডে নাচের সংজ্ঞা বদলে দেন। তিনি সিনেমাতে অভিনয় করবেন অথচ তার নাচের ঝলক থাকবে না এটা আজ অবধি হয়নি।

সোজা কথা হৃতিক বলিউডের প্রথম সুপারহিরো। বাবার পরিচালনায় ‘কৃষ’ সিনেমাতে সুপারহিরোর চরিত্রে অভিনয় করেন তিনি। কৃষের দেখাদেখি বলিউডে সুপারহিরোকে নিয়ে বেশ কিছু সিনেমা তৈরি হয়। যেমন ড্রোণা ও রা ওয়ান। কিন্তু কৃষের মতো সাফল্য কোন সিনেমাই পায়নি।

২০১১ সালে পঞ্চম ভারতীয় ব্যক্তি হিসাবে মাদাম ত্যুসো মিউজিয়ামে তার মোমের মূর্তি বসানো হয়। সেই সময় হৃতিকের বয়স মাত্র ৩৭। ভারতের কমবয়সী সেলিব্রিটি হিসাবে এই সম্মান পান তিনি।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি