জন্মদিনের কেক কাটা হলো না ড্যানিসের
প্রকাশিত : ১১:২৮, ৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১১:২৯, ৩ ফেব্রুয়ারি ২০১৮
বিশ্বের অগণিত সঙ্গীতপ্রেমীদের শোকের সাগরে ভাসিয়ে চিরতরে বিদায় নিলেন ডেনমার্কের গায়ক ও টেম্পটেশন ব্যান্ডের কর্ণদ্বার ড্যানিস এডওয়ার্ডস। মৃত্যুর সময় ডেনিশ এডওয়ার্ডের বয়স হয়েছিল ৭৪ বছর।
তবে এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ জানা যায়নি। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের নিজ ফ্ল্যাটে তিনি বসবাস করছিলেন। জানা যায়, ১৯৬৮ সালে তিনি টেম্পটেশনে যোগদান করেন। পাপা ওয়াজ ও রোলিন স্টোন এন্ড ক্লাউড নাইন নামের দুটি বিখ্যাত গান গেয়ে গ্র্যামি পুরস্কার লাভ করেন ড্যানিশ।
আজ শনিবার তার ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন করার কথা ছিল। তবে জন্মদের মাত্র একদিন আগে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। মৃত্যুর আগে তার কালজয়ী দুটি গান আজীবন দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে বলে বিশ্বাস ভক্তদের। ওই দুই গান হলো, ডোন্ট লুক এনি ফারদার এবং কোলিন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে তার অগণিত ভক্তরা।
এদিকে সুশীল সমাজের প্রতিনিধিসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার মৃত্যুকে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: বিবিসি
এমজে/
আরও পড়ুন