ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জন্মবার অনুযায়ী জেনে নিন আপনার ব্যক্তিত্ব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ৩১ আগস্ট ২০১৮ | আপডেট: ১৫:২৯, ৩১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বর্তমানে সময়ে আমরা সবাই নিজের নিজের জন্মবার জানি। একে অন্যকে জন্মদিনের শুভেচ্ছা জানানোটাও এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের। কিন্তু আপনার এই যে জন্মবার অনুযায়ী,আপনার ব্যক্তিত্বের ওপর প্রভাব সৃষ্টি করে এটা জানেন কি? আসুন জেনে নেওয়া যাক কোন বারের জাতক-জাতিকা কেমন ব্যাক্তিত্ব এবং চারিত্রের অধিকারি হতে পারে।

শনিবার: শনিবারে জাত ব্যাক্তি সচরাচর কৃতঘ্ন, কুটিল, আত্মকেন্দ্রীক, কার্যপণ্ডকারি, স্পর্শকাতর এবং বন্ধু বান্ধবদের পক্ষে পীড়াদায়ক হয়ে থাকেন।

রোববার: রোববার জন্ম হলে ব্যক্তি সচরাচর মিষ্টান্ন ভোজনপ্রিয়, অভিমানী, আত্মকেন্দ্রীক, ক্রোধী, লোভী, ধনী, কামপ্রবণ প্রকৃতির হয়ে থাকেন।

সোমবার: সোমবারে জাত ব্যক্তি সচরাচর ভোগী, অভিলাষী, গুণী, পণ্ডিত, নানা বিদ্যায় পারদর্শী, আশাবাদী এবং চরিত্রবান হয়ে থাকেন।

মঙ্গলবার: মঙ্গলবারে জাত ব্যক্তি মুর্খসঙ্গ প্রিয়, ধনবান, স্বাধীনচেতা, অধিকাংশ ক্ষেত্রে নাস্তিক, ভোগী, অনুতাপহীন এবং ধর্মশাস্ত্রাদি বিষয়ে অবিশ্বাসী হয়ে থাকেন।

বুধবার: বুধবারে জাত ব্যক্তি সচরাচর শাস্ত্রাদি বিষয়ে অভিজ্ঞ, দয়ালু, পণ্ডিত, আবেগপ্রবণ, আশাবাদী, সংবেদনশীল ও অত্যন্ত ভোগী স্বভাবের হয়ে থাকেন।

বৃহস্পতিবার: বৃহস্পতিবারে জাত ব্যাক্তি সচরাচর বেদজ্ঞ, ধনসম্পদ ও পুএ-পৌএাদি পরিবেষ্টিত, অনুচরযুক্ত, আশাবাদী এবং পুর্ণচেতা হয়ে থাকেন।

শুক্রবার: শুক্রবারে জাত ব্যাক্তি সচরাচর ভোগী, ধনী, শৌর্য্যশালী, বহুভৃত্য যুক্ত, বেদজ্ঞ,আত্মবিশ্বাসী, দয়ালু এবং খুবই রোমান্টিক প্রকৃতির হয়ে থাকেন।

 

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি