ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জন্মসনদের জটিলতায় নানা সুবিধা বঞ্চিত পথশিশুরা (ভিডিও)

শাকেরা আরজু, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ৭ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১১:২৫, ৭ সেপ্টেম্বর ২০২২

জন্মসনদ না থাকায় স্কুলে ভর্তি হতে পারছে না পথশিশুরা। বঞ্চিত হচ্ছে অন্যান্য সুবিধা থেকেও। এমনকি বিদেশে খেলায় অংশ নিতেও জটিল প্রক্রিয়ার মুখোমুখি তারা।

চলছে প্রশিক্ষণ, ভয়শূণ্য একাগ্র চিত্তের প্রজাপতিমন উড়াল দেবে কাতারের রাজধানী দোহায়। ১০ পথশিশুর স্বপ্নবাজ দলটি গেল কিছুদিন ধরেই বিভোর। আগামী ৫ থেকে ১৫ অক্টোবর পথ শিশুদের স্ট্রিট ফুটবল ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে।  শুধু মেয়েদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই আসরে অংশ নেবে বাংলাদেশসহ ২১টি দেশ।

১৪ থেকে ১৭ বছর বয়সী এ দলের ১০ পথশিশুর ঠিকানা লিডো নামের একটি বেসরকারি সংগঠনের আশ্রয় কেন্দ্র। তালিকা চূড়ান্ত হওয়ার পর যখন পাসপোর্টের আবেদন করা হয়েছিল তখন পদে পদে এসেছিল বাধা। এমনকি জন্মসনদ তৈরি করতেও ভোগান্তি পোহাতে হয় আয়োজকদের।

পথশিশুরা জানান, “মন দিয়ে প্রাকটিস করছি, বাংলাদেশকে রি-প্রেজেন্ট করে যাতে আমরা ওয়াল্ডকাপ জিততে পারি।”

লিডো নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন বলেন, “আমাকে কোর্টে দাঁড়িয়ে অভিভাবক হয়ে সেই মেয়েগুলোর জন্মসনদ বানিয়ে বহু স্ট্রাগল করে শিশুদের এই জায়গায় আনতে হয়েছে।”

ছয়-সাত বছর আগে আশ্রয়কেন্দ্রে আসার সময় ওদের বয়স ছিল সাত থেকে আট। স্কুলে ভর্তির জন্য জন্মসনদ পেতে তখন চরম দুর্ভোগ পোহাতে হয় ওদের।

এক পথশিশু বলেন, “যখন পাসপোর্ট করতে সমস্যা হচ্ছিল তখন নিজের মন খারাপ হয়েছিল। মনে হয়েছিল আসলে আমার কি এই সমাজে কোনো মূল্য নাই।”

এরই মধ্যে সবার জন্য জন্মনিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। অথচ ১৬ লাখ পথশিশু এখনও এ সুবিধা থেকে বঞ্চিত।

লিডো নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন বলেন, “কমিশনারের কাছ থেকে সার্টিফিকেট লাগবে ডাক্তারেরও সার্টিফিকেট লাগবে। আমার প্রশ্ন হচ্ছে, একজন পথশিশু যে কিনা দীর্ঘদিন রাস্তায় থাকে তাকে কে সার্টিফাই করবে?”

শিশুর পিতা-মাতার পরিচয় ও ঠিকানা না থাকা, ধর্ম নির্ধারণ করতে না পারা, নিবন্ধন সম্পর্কে শিশুদের অজ্ঞতা, খরচ জোটাতে না পারায় ওদের নিবন্ধন সহসা হয়ে ওঠে না।

রিটকারীর আইনজীবী তাপস কান্তি বল বলেন, “এই আইনটা যখন প্রবর্তন করে তখন তারা পথশিশুদের কথা ভেবেই আইনটা প্রণয়ন করেছে। কোনো শিশু যখন রাস্তায় জন্মগ্রহণ করে, তাহলে সেই রাস্তাটিই তার ঠিকানা হবে। বাবা-মায়ের পরিচয় না থাকলে লোকাল পুলিশের ওসি হবেন তার অভিভাবক।”

পথশিশুদের জন্মনিবন্ধনের আওতায় আনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছিল। ওই রিটের ওপর শুনানি নিয়ে আদালত রুল জারিসহ নির্দেশনাও দেয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি