ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

জন্মের আগেই মেয়ের নাম রাখলেন রোনালদো!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ২৮ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৩:৫৯, ২৯ অক্টোবর ২০১৭

পর্তুগিজ ও রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু ফুটবলেই জগৎখ্যাত নন, ব্যক্তিগত জীবনে তিনি একজন সফল পিতা। বর্তমানে তিন সন্তানের জনক তিনি। নভেম্বরে জন্ম হওয়ার কথা রয়েছে রোনালদোর চতুর্থ সন্তানের। মেয়ে হওয়ার কথা রয়েছে তার। তবে নতুন খবর হচ্ছে- জন্মের আগেই মেয়ের নাম ঠিক করে ফেলেছেন রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ তারকা।

ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্টের মাধ্যমে সারা দুনিয়াকে জানিয়ে দিলেন আগত মেয়ের নাম রেখেছেন, আলানা মার্টিনা।

৩২ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো জানান, ‘আমি প্রথম নামটি পছন্দ করেছি। দ্বিতীয় নামটি জিও (জর্জিনা রদ্রিগুয়েজ) পছন্দ করেছে।’

উল্লেখ্য, গত জুনে জমজ সন্তানের বাবা হন রোনালদো। জমজ সন্তানের মধ্যে একটি মেয়ে ও একটি ছেলে। যাদের নাম রাখা হয় ইভা মারিয়া ও মাতেও। এর আগে ২০১০ সালে রোনালদোর প্রথম সন্তানের জন্ম হয়। তার নাম ক্রিশ্চিয়ানো জুনিয়র।

তবে জেনে রাখা ভলো- এই তিন সন্তানই রোনালদো পেয়েছেন সারোগেট মায়ের গর্ভভাড়া করে। বান্ধবী রদ্রিগেজের গর্ভে আলানা মার্টিনাই হবে তাদের প্রথম সন্তান।

সূত্র : দি সান

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি