ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

জবাবদিহিতার অভাবে দেশে দুর্নীতি হচ্ছে- টিআইবি

প্রকাশিত : ১৫:০৩, ৪ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:৩৩, ৪ ফেব্রুয়ারি ২০১৬

জবাবদিহিতার অভাবে দেশে দুর্নীতি হচ্ছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি। এ’কারণে হরহামেশা মানবাধিকার লংঘনের ঘটনাও ঘটছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সনাক ইয়েস জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠানগুলোকে পেশাদারিত্বের সাথে কাজ করারও আহবান জানায় প্রতিষ্ঠানটি। tibসচেতন নাগরিক কমিটির ইয়েস জাতীয় সম্মেলনে বিচার বহির্ভূত হত্যাকান্ড, সম্পদ দখল ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন। দলীয় পরিচয়ের উর্ধ্বে উঠে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান টিআইবি’র নির্বাহী পরিচালক। জনগণকে অধিকারের ব্যাপারে সচেতন হওয়ারও আহ্বান জানান বক্তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি