জবি ছাত্রলীগের নেতৃত্বে তুর্য-রাসেল
প্রকাশিত : ১৯:২৬, ১৭ অক্টোবর ২০১৭ | আপডেট: ১০:০৭, ১৮ অক্টোবর ২০১৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগে তরিকুল ইসলাম তুর্যকে সভাপতি আর শেখ জয়নাল আবেদীন রাসেলকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের সম্মেলনের সাড়ে ছয় মাস পরে এই কমিটি গঠিত হল।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন- আপেল মাহমুদ, আল মামুন কবির, মনিনুর রহমান মমিন, তানজিনা শিমু, আশরাফুল ইসলাম টিটন, শরিফুর ইসলাম, এমএম নাজমুল হাসান, জাহেদুল ইসলাম, জামাল উদ্দীন, নাজীম উদ্দীন তুষার, আখতার হোসাঈন, আব্দুল্লাহ শাহীন, হাসান আহমেদ খান, আর আমিন শেখ, বিজন হালদার রানা, পলাশ দেব, জুয়েল হোসেন শ্রাবণ।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- আব্দুর রহিম কাউসার, শ্রাবণ হালদার, তারেক আজিজ, খন্দকার নুরুজ্জামান নবীন, নাজমুল হাসান, আতাউর রহমান ডেভিড, রিশাদুল ইসলাম রিসাদ, নাজমুর আলম, মশিউর রহমান লিজন,
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন- ইব্রাহীম ফরায়েজী, সৈয়দ শাকিল, আকিব বীন বারী, এম এ মমিন, নুরুল আফসার, আসদুজ্জামান আসাদ, তৌকির আহমেদ, আখতার হোসেন, আফ্রিন লাবনী।
আর আল মামুনকে প্রচার সম্পাদক ও শাহবাজ হোসেন বর্ষণকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগে পদ প্রত্যাশীদের কেন্দ্রীয় কমিটির ২০টি পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
এরা হলেন- উপ-প্রচার সম্পাদক সাইদুর রহমান জুয়েল, হারুন অর রশিদ; উপ-শিক্ষা পাঠচক্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান শিশির, উপ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, উপ-ক্রিয়া বিষয়ক সম্পাদক শামীম রেজা, উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ ইবনে আব্দুল সুমন, উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহির রায়হান আগুন, উপ-অর্থ বিষয়ক সম্পাদক শেখ রুবেল, উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক তানভীর রহমান খান, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সুরঞ্জন ঘোষ, উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাক মাহবুব আলম রবিন, সহ-সম্পাদক ফরিদ উজ জামান, জামাল উদ্দীন, মনির হোসেন খান সোহেল, আসাদুজ্জামান ইবনে আহমেদ শাকিল, মিলন হোসেন, উমর ফারুক শিপুল; সদস্য- আরিফুর রহমান এবং আব্দুস সালাম।
/ কে আই / এআর
আরও পড়ুন