ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

জবি শিক্ষকের ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া একাউন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৩, ২৭ অক্টোবর ২০১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের প্রফেসার ড.মিল্টন বিশ্বাসের ছবি ব্যবহার করে ফেসবুক একাউন্ট খুলে অপপ্রচার চালাচ্ছে ঢারশি ঢারশি ঢারশি নামের একটি ফেসবুক একাউন্ট থেকে।

সেই ফেক ফেসবুক একাউন্ট থেকে জানা যায়, যে একাউন্ট টা ব্যবহার করছেন তার বাসা রাঙ্গামাটিতে। তিনি টেলিটকে কাজ করেন।

এবিষয়ে জানতে চাইলে ড.মিল্টন বিশ্বাস বলেন,সামাজিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার লক্ষ্য আমার ছবি দিয়ে ফেসবুক একাউন্ট খুলা হয়েছে।  আমি এটার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে ওই একাউন্টের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া বিভিন্ন পোস্ট দিয়ে ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এমনটি করছে বলে ধারণা করছেন ড. মিল্টন বিশ্বাস।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি