ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

জবিতে কোটা আন্দোলনের নেতার ওপর হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ২৪ মে ২০১৮

কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহবায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী এপিএম সোহেলের উপর হামলা চালানো  হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে পরীক্ষা শেষ করে ক্যাম্পাস থেকে বাসায় ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে হামলার শিকার হন সোহেল।
কোটা সংস্কার  আন্দোলনকারীরা জানান, ক্যাম্পাসের মূল ফটকের বাইরে এলে ১৫/২০ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজধানীর গেন্ডারিয়া আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন  বলেন, ‘আহত সোহেল আমাদের কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক। বুধবার বিকাল ৩টার দিকে তার উপর হামলা চালায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সুমনের নেতৃত্বে ১৫-২০ জন। তাকে রড ও লাঠিপেটা করে গুরুতর আহত করা হয়।
মামুন জানান, রড ও লাঠির আঘাতে সোহেলের ঠোঁট ও নাক ফেটে গেছে। পা ও পিঠে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ঠোঁটে আটটি সেলাই করা হয়েছে।
মামুন আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণেই তার উপর হামলা চালানো হয়েছে। আমরা এ হামলা নিন্দা জানাচ্ছি এবং দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি করছি।
এসব হামলার বিষয়ে এর আগেও পুলিশের কাছে আমরা জিডি করতে গেলে তারা তা গ্রহণ করেনি। আমরা আমাদের জীবন নিয়ে চরম শঙ্কার মধ্যে আছি।
কিছুদিন ধরে মোবাইলে অপরিচিত নম্বর থেকে তাকে হুমকি দিয়ে আসছে বলেও জানান তিনি। পঞ্চগড়ের ছেলে সোহেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ১০ম ব্যাচের ছাত্র।
এ বিষয়ে জবি প্রক্টর নূর মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমি শুনেছি, তার চিকিৎসার খোঁজ-খবর নেওয়া হচ্ছে। আশপাশের ভিডিও ফুটেজ দেখে আমরা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেবো।
/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি