জবিতে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে সেমিনার
প্রকাশিত : ১০:২৩, ১৮ সেপ্টেম্বর ২০১৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান।
মীজানুর রহমান বলেন, সর্বপ্রথম তোমাদের সব কিছু বিশ্লেষণ করার ক্ষমতা বাড়তে হবে। সেই সঙ্গে যোগাযোগ ক্ষমতা বাড়িয়ে বৈশ্বিক জ্ঞান অর্জন করতে হবে।
এ সময় তিনি জীবনের লক্ষ্য নিধারণের আগে নিজের সামর্থ্য অর্জন করার উপর গুরুত্বারুপ করেন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখাইরুল ইসলাম।
সেমিনারে ক্যারিয়ার ক্লাবের চিফ মডারেটর মহিউদ্দিনের সভাপতিত্ত্বে স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি খাইরুল ইসলাম।
এমএইচ/একে/
আরও পড়ুন