ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

জবিতে ছিনতাইয়ের অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪০, ১৪ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৯:৪৫, ১৪ সেপ্টেম্বর ২০১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের ভিতরে সোহরাওয়ার্দী কলেজের এক শিক্ষার্থীকে মেরে তার মোবাইল ও ম্যানিব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রলীগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার আলিফ সোহরাওয়ার্দী কলেজের ডিগ্রি ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ছিনতাইয়ের শিকার আলিফ অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আকাশের সাথে দেখা করতে আসেন সোহরাওয়ার্দী কলেজের ছাত্র আলিফ। এ সময় ছাত্রলীগ কর্মী জিয়ন, তূর্য ও শোভনসহ কয়েকজন মিলে তাকে বেধড়ক মারতে মারতে বিশ্ববিদ্যালয় কলা ভবনের দিকে নিয়ে যায়। এ সময় তার সাথে থাকা মোবাইল ও মানিব্যাগ রেখে দেয় তারা। পরবর্তীতে গুরুতর অবস্থায় আলিফকে পুরান ঢাকার সুমনা হাসপাতালে ভর্তি করা হয়।

কোতোয়ালী থানার ওসি মশিউর রহমান বলেন, এমন কোন ঘটনা আমার জানা নেই। আর এ ঘটনায় কোনো মামলা হয়নি । ক্যাম্পাসে নিরাপত্তার বিষয়ে প্রক্টর নূর মোহাম্মদ বলেন, এ বিষয়ে আমার জানা নেই। ঘটনা জেনে এ বিষয়ে আগামী রোববার ব্যবস্থা নেওয়া হবে।

কেআই/ এমজে

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি