ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

জবির প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ৫ নভেম্বর ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে এবার প্রশাসনিক ভবন তালা দিয়ে  আন্দোলন করছে শিক্ষার্থীরা। এর আগে, দুপুর ১২টার দিকে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নামে তারা।

আজ মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুর ১২ টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ১২ টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা।

আজ মঙ্গলবার ‘শিক্ষার্থীবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে আসে। এ সময় শিক্ষার্থীরা ভবনের প্রধান ফটকে তালা দেয়।

বিক্ষোভরত শিক্ষার্থীরা, ‘দ্বিতীয় ক্যাম্পাসের আবাসন, কবে দিবে প্রশাসন?’, ‘লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, যত পারো রক্ত নাও, সেনাবাহিনীর হাতে ক্যাম্পাস দাও’, ‘জমি নিতেই ৬ বছর, হল হতে কয় বছর’, ‘টেন্ডারবাজ প্রশাসন চলবে না, চলবে না, মুলা ঝোলানো প্রশাসন চলবে না, চলবে না’, ‘বছরের পর বছর যায় প্রশাসন শুধু মুলা ঝুলায়’সহ প্রশাসনকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত শিক্ষার্থী রায়হান হাসান রাব্বী আজকের পত্রিকাকে বলেন, ‘তিন দফা দাবিতে আমরা আজ প্রশাসনিক ভবনের দুইটি গেটে তালা লাগিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নিচে এসে আমাদের সঙ্গে কথা না বলছে আজকের এই কর্মসূচি চলতে থাকবে।’

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘আমরা ভেবেছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে উপাচার্য হলে দাবি আদায় হবে কিন্তু তা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন মুলা ঝুলিয়ে রেখেছে। আমরা আর মুলায় বিশ্বাসী না। যদি কেও মনে করে চক্রান্ত করে দ্বিতীয় ক্যাম্পাসের কাজে দুর্নীতি করবেন তাহলে সাধারণ শিক্ষার্থীরা তাদের উৎখাত করতে প্রস্তুত আছে।’

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি