ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

জবি’র ভবন নির্মাণে অনিয়ম, প্রধান প্রকৌশলীকে শোকজ

জবি সংবাদদাতা

প্রকাশিত : ১০:১৬, ২৯ মে ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাসের পাঁচ তলা বিশিষ্ট প্রকৌশল ও প্লানিং দপ্তরের ভবনের নির্মাণ কাজে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম। 

তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস প্রকল্পের কাজে নানা অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়। সংবাদে প্রধান প্রকৌশলীর নাম উঠে আসে। এসব অনিয়মের বিষয়ে নিজের অবস্থান ও জবাব দাখিলের জন্য প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।

এছাড়া গত ২৫ মে অনিয়মের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক, ইউজিসি ও বুয়েট প্রতিনিধির ৭ সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির কাজ এখনও চলমান রয়েছে। 

এর আগে নতুন ক্যাম্পাসের ৫ তলা বিশিষ্ট প্রকৌশলী ও প্লানিং ভবনের ভিত্তির জন্য ৫৫ ফুটের স্থানে ৩০-৩৫ ফুট পাইল স্থান করা হয়েছিল এবং বাকি অংশ ভেঙে ফেলা হয়। এই প্রকল্পের ঠিকাদার হলেন ওমর ফারুক রুমি। 

সংবাদমাধ্যমে ঠিকাদারের সঙ্গে প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারীর স্বজনপ্রীতি ও যোগসাজশের বিষয়টি উঠে আসে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি