ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

জমকালো আয়োজনে একুশের জন্মদিন পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৫, ১৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:৫১, ১৪ এপ্রিল ২০১৮

দেশের প্রথম বেসরকারি স্যাচেলাইট চ্যানেল একুশে টেলিভিশন পা রাখলো ১৯ বছরে। এ লক্ষ্যে আজ শনিবার সকালে একুশে টেলিভিশনের চট্টগ্রাম অফিসের কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ।

একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ লাবুসহ সাংবাদিক ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে প্রথম প্রহরে কেক কেটে একুশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল, ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, পরিচালক কে এম শহীদউল্লাহ, সাকিব আজিব চৌধুরী, রবিউল হাসান প্রমুখ শুভেচ্ছা বক্তব্য দেন। বক্তারা অসাম্প্রদায়িক দেশ গড়তে কাজ করে যাওয়ার একুশের অঙ্গীকারের কথা স্মরণ করেন।

টিআর / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি