জমকালো আয়োজনে এমআইবি টেলিভিশনের অ্যাপস উদ্বোধন
প্রকাশিত : ১৯:৫৯, ২৯ মার্চ ২০২২
ইউরোপভিত্তিক অন লাইন টেলিভিশন ‘এমআইবি টেলিভিশন’ এর অ্যাপস উদ্বোধন হয়েছে প্যারিসে। সোমবার প্যারিসের অভিজাত এক হলে অত্যান্ত ঝাকজমকপূর্ণ পরিবেশে প্রতিষ্ঠানের চীপ নিউজ এডিটর ফয়সাল আহাম্মেদ দ্বীপের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান তাপস বড়ুয়া রিপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড বাংলদেশ অর্গানাইজেশনের সভাপতি, অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসেসিয়েশন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের সভাপতি, আয়েবার সহসভাপতি ফখরুল আকম সেলিম, কিমেস্ক ইমোবিলিয়ে এজন্টে, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা শরীফ আল মমিন, ফ্রান্স আওয়ামী লীগের সামাজিক উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু, উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী, জাতীয় পার্টি ফ্রান্সের সাধারণ সম্পাদক হাবিব খান, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম সরকার, বিকশিত নারী সংঘের সাধারণ সম্পাদক মিনা ঘোমেজ, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক রাসেল আহমেদ, দপ্তর সম্পাদক এনামুল হক, ইউরো বাংলা প্রেস ক্লাবের সভাপতি তাইজুল ফয়েজ, অটিজম এইড এর প্রতিষ্ঠাতা ইশরাত জাহান ফ্লোরা এবং ফ্রেন্ডশীপ গ্রুপ ফ্রান্স এর নেতৃবৃন্দ সহ আরো অনেকে।
সত্য খবর, সঠিক খবর এই স্লোগানকে সামনে রেখে এমআইবি টেলিভিশন ২০১৮ সালে ফ্রান্স থেকে যাত্রা শুরু করে। যাত্রার পর থেকে বস্তুনিষ্ঠ খবর এবং ব্যাতিক্রমী নানা অনুষ্ঠান করে জনমনে প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতা ভবিষ্যতে বজায় রাখবেন বলে বিশ্বাস করেন কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে এম আই বি টেলিভিশন নির্মিত বেশ কয়েকটি ডকু ফিল্ম দেখানো হয়। অতিথিরা এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করে ।
এসি
আরও পড়ুন