ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

জমকালোভাবে অনুষ্ঠিত এপেক্স বাংলাদেশের জাতীয় সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ২১ মার্চ ২০২১

আন্তর্জাতিক সেবা সংগঠন দ্য ন্যাশনাল অ্যাসোশিয়েশন অব এপেক্স ক্লাব অব বাংলাদেশের ৪৫তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকপূর্ণ আয়োজনে। শুক্রবার (১৯ মার্চ) রাজধানীর সুপ্রিম কোর্ট বার অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন দেশের কিংবদন্তি জাতীয় ক্রিকেটার এপেক্স বাংলাদেশের অতীত জাতীয় সভাপতি ও লাইফ গভর্নর এসএম রাকিবুল হাসান।

৪৫তম সম্মেলনের সভাপতি এপেক্সিয়ান এম সায়েম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান ভুবন লাল ভারতী, এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের  চেয়ারম্যান অতীত জাতীয় সভাপতি ও লাইফ গভর্নর এপেক্সিয়ান মফিজ উদ্দিন কামাল।
 
এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন এপেক্স বাংলাদেশের অতীত জাতীয় জাতীয় সভাপতি এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার টি কে বাড়ৈ তরুণ, এপেক্সিয়ান আব্দুর রউফ দিলীপ, এপেক্সিয়ান রমিজ উদ্দিন, আনিসুজ্জামান শাতিল, এপেক্সিয়ান হাসান ফেরদৌস জুয়েল, এপেক্সিয়ান চন্দন দাস, এপেক্সিয়ান জসীম উদ্দীন, এম এ কাইয়ুম চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে সারা দেশের ৭৫টি ক্লাবের প্রায় তিন শতাধিক এপেক্সিয়ান অংশগ্রহণ করেন। এতে জাতীয় সভাপতি ভুবন লাল ভারতীর নেতৃত্বে ২০২১ সালের নতুন বোর্ডের ১৭ সদস্য শপথ গ্রহণ করেন। এরা হলেন- জাতীয় সহসভাপতি রুহুল মঈন চৌধুরী, এনআইআরডি এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরি, এনওয়াইসিডি এপেক্সিয়ান মোহাম্মদ আলমগীর, এনএসডি এপেক্সিয়ান এজাজ মাহমুদ রনী, এনএডি এপেক্সিয়ান মাসুদুর রহমান, এন ই ডি এপেক্সিয়ান মো. আনোয়ার  হোসেন, জেলা গভর্নর-১ এপেক্সিয়ান আব্দুর রহিম রনি, জেলা গভর্নর -২ এপেক্সিয়ান খায়রুল আলম শাহীন, জেলা গভর্নর-৩ ইসমাইল হোসেন মো. শওকত আলী, জেলা গভর্নর -৪ এপেক্সিয়ান জি ডি রুমু, জেলা গভর্নর-৫ আদনান হোসেন অনি, জেলা গভর্নর-৬ এপেক্সিয়ান মো. নজরুল ইসলাম, জেলা গভর্নর-৭ এপেক্সিয়ান মিঠুন কারনাইন, জেলা গভর্নর-৮ এপেক্সিয়ান সিরাজ উদ্দিন শাহিন, জেলা গভর্নর-৯ এপেক্সিয়ান হালিম রাজ। 

এছাড়া জাতীয় সচিব হিসেবে এপেক্সিয়ান মো. রফিকুল ইসলাম এবং জাতীয় কোষাধ্যক্ষ হিসেবে এপেক্সিয়ান জেমাম আহমেদকে নিয়োগ দেওয়া হয়।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি