ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

জম্মু ও কাশ্মীরে তিন ভারতীয় সেনা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৭, ৪ জানুয়ারি ২০২৫

ভারতের জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে তিন সেনার মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) রাজ্যের বান্দিপোরা জেলায় এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

দেশটির কর্মকর্তারা জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে এসকে পায়েন এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। এ সময় সেনাবাহিনীর গাড়িটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। খারাপ আবহাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলেও জানায় কর্মকর্তারা।

এক বিবৃতিতে, সেনাবাহিনী বলেছে ভারতীয় সেনাবাহিনীর গাড়িটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে খাদে পড়ে যায়। আহত সৈন্যদের অবিলম্বে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
এদিকে সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ‘দায়িত্ব পালনের সময় প্রতিকূল আবহাওয়া এবং কুয়াশার কারণে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি ছিটকে খাদে পড়ে যায়। দুঃখজনকভাবে তিনজন সাহসী যোদ্ধা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।’ 
 
গত মাসে একই রকম একটি ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত হন। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায় সেনাবাহিনীর গাড়িটি। এতে আহত হন আরও পাঁচ সেনাসদস্য।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি