ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

জম্মু-কাশ্মিরে সেনা ক্যাম্পে জঙ্গি হামলায় নিহত ১৭ সেনা সদস্য

প্রকাশিত : ১৫:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০১৬

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সেনা ক্যাম্পে জঙ্গি হামলায় ১৭ সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় হামলাকারী চার ‘বিচ্ছিন্নতাবাদীও’ নিহত হয়েছেন। আহত হয়েছে আরো বেশ কয়েকজন সেনা সদস্য। হামলার পর সতর্কতা জারি করা হয়েছে ভারতের সব বিমানবন্দরে। ভোরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরির সেনাঘাঁটিতে গ্রেনেড ও এলোপাতাড়ি গুলি চালিয়ে ঢুকে পড়ে চার আত্মঘাতি হামলাকারী। অতর্কিত এ হামলায় তাঁবুতে ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হয় ১২ সেনার। এরপরই শুরু হয় বন্দুকযুদ্ধ। ছয় ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধের পর চার হামলাকারীই নিহত হয়েছে বলে নিশ্চিত করে সেনাবাহিনী। তল্লাশি অব্যাহত রয়েছে সেনাঘাঁটিতে। হামলায় আহতদের ১০০ কিলোমিটার দূরে প্রাদেশিক রাজধানী শ্রীনগরের সেনা হাসপাতালে পাঠানো হয়। হামলার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রাশিয়া ও যুক্তরাষ্ট্র সফর স্থগিত করে জরুরি বৈঠক ডেকেছেন। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ধরনের সহিংসতা ও বিক্ষোভ চলছে কাশ্মিরে। যৌথ অভিযানে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানিসহ তিন হিজবুল যোদ্ধা নিহতের পর বিক্ষোভ ব্যবপক আকার ধারণ করে। গেলো দুই মাসের সহিংসতায় কাশ্মিরে কমপক্ষে ৮০ জনের মৃত্যু হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি