ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ১১ আগস্ট ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচারে ব্যস্ত হ্যারিস ও ট্রাম্প শিবির। বিভিন্ন সংবাদ মাধ্যমের জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। 

নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী সমাবেশের মধ্য দিয়ে ৫ সুইং ও ব্যাটেলগ্রাউন্ড রাজ্যে প্রচার শেষ করলেন ডেমোক্র্যাট কমলা হ্যারিস ও তার রানিং মেট টিম ওয়ালজ। অন্যদিকে কলোরাডোয় তহবিল সংগ্রহে ব্যস্ত রিপাবলিকান শিবির। 

বিভিন্ন সংস্থা ও সংবাদ মাধ্যমের জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন হ্যারিস। রয়টার্সের জরিপে সুইং স্টেটগুলোতে কমলা ৪২ শতাংশ ও ট্রাম্প ৩৭ শতাংশ সমর্থন পেয়েছেন। উইসকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগান- এই তিন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যে ৪ পয়েন্টে এগিয়ে ডেমোক্র্যাট শিবির। 

এনআরপি’র জরিপেও ৩ পয়েন্টে এগিয়ে হ্যারিস। 

আগামী ১০ সেপ্টেম্বর এবিসি নিউজ আয়োজিত বিতর্কে অংশ নিচ্ছেন দুই প্রার্থী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি