ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জর্ডানে সেনাদের উপর হামলার প্রতিশোধ নেয়া হবে: বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫২, ৩১ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জর্ডানে ড্রোন হামলার প্রতিক্রিয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই হামলায় তিন আমেরিকান সৈন্য নিহত হয়েছে। তবে বাইডেন জোর দিয়ে বলেছেন, তিনি মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ চান না।

ক্রমবর্ধমান চাপের ইরানকে দায়ী করে বাইডেন বলেছেন, তারাই ওই সামরিক ঘাঁটিতে মারাত্মক হামলা চালিয়েছে।

হোয়াইট হাউস সতর্ক করেছে, অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর এই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর প্রথম মারাত্মক হামলার প্রতিশোধ হিসেবে ‘একাধিক পদক্ষেপ’ হতে পারে।

ইরাকের একটি শীর্ষস্থানীয় ইরানপন্থী গোষ্ঠী মঙ্গলবার বলেছে, সামরিক পদক্ষেপ ঠেকাতে তারা মার্কিন বাহিনীর উপর হামলা বন্ধ করবে। তবে ওয়াশিংটনের প্রতিশোধ নেয়া বন্ধ করার জন্য এটি যথেষ্ট হবে এমন কোনও লক্ষণ নেই।

ফ্লোরিডায় প্রচারণার তহবিল সংগ্রহে যাওয়ার সময় সাংবাদিকরা বাইডেনকে জিজ্ঞাসা করেছিলেন, হামলার প্রতিক্রিয়া সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছেন কি-না। জবাবে বাইডেন হ্যাঁ বলেছেন, তবে বিস্তারিত কিছু জানাননি।

বাইডেন বলেন, ‘আমি মনে করি না যে, আমাদের মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধের প্রয়োজন। আমি এই যুদ্ধ খুঁজছি তা নয়।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি