ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

জলবায়ু পদক্ষেপকে সহযোগিতামূলক করার সংকল্প করেছেন মোদী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ১৫ ডিসেম্বর ২০২৩

ভারতের জি-২০ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলবায়ু পদক্ষেপকে একটি সহযোগিতামূলক প্রক্রিয়া তে পরিণত করার জন্য তাঁর সংকল্প করেছেন। পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বুধবার কপ-২৮-এর সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন।

বুধবার দুবাইয়ে কপ-২৮-এর সমাপনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সবুজ ও স্বাস্থ্যকর পৃথিবীর জন্য ইতিবাচক সহযোগিতা ও সৌহার্দ্য প্রদর্শনের জন্য জলবায়ু পদক্ষেপের অনুষ্ঠানটি বিশ্বকে একত্রিত হয়েছে।

ভূপেন্দ্র যাদব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জি-২০ প্রেসিডেন্সির মাধ্যমে ভারত জলবায়ু পদক্ষেপকে একটি সহযোগিতামূলক প্রক্রিয়ায় পরিণত করার সংকল্প করেছেন।

সমাপনী অধিবেশনে যাদব বলেন, কপ-২৮-এ ভারত 'বসুধৈব কুটুম্বকম' (একটি বিশ্ব একটি পরিবার) নীতিতে উল্লিখিত একই চেতনা প্রসারিত করেছে।

তিনি আরও বলেন, ভারত সংযুক্ত আরব আমিরাতের কপ-২৮ প্রেসিডেন্সিকে তার ‘ন্যায্যতা, স্বচ্ছতা এবং মুক্ত চিন্তার বিনিময়ের’ জন্য অভিনন্দন জানিয়েছে।

বুধবার শীর্ষ সম্মেলনের সমাপনী ভাষণে মন্ত্রী বলেন, জাতীয় পরিস্থিতি অনুযায়ী বৈশ্বিক মঙ্গলের জন্য প্যারিস চুক্তিতে উল্লিখিত মৌলিক নীতিগুলি পুনর্ব্যক্ত করার পাশাপাশি কপ সিদ্ধান্ত নথিতে সম্মেলনের প্রস্তাবকে আমরা সমর্থন করি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত ইতিমধ্যে ২০৩০ সালের জন্য নির্ধারিত জলবায়ু লক্ষ্যগুলি অর্জন করেছে।

যাদব বলেন, ভারত অত্যন্ত দায়িত্ব নিয়ে এই পথে হাঁটবে এবং দেখাবে কীভাবে অর্থনীতি ও পরিবেশ সুরক্ষা একসঙ্গে চলতে পারে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি