ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জলবায়ু পরিবর্তনে হারিয়ে যাচ্ছে মেরু ভাল্লুক

আজহারুল ইসলাম

প্রকাশিত : ১২:১২, ২৬ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কানাডার পশ্চিম হাডসন বে থেকে হারিয়ে যাচ্ছে মেরু ভাল্লুক। গেলো পাঁচ বছরে ২৭ শতাংশ ভাল্লুক কমেছে। এর মূল কারণ জলবায়ূ পরিবর্তন। সম্প্রতি এক জরিপে বলা হয়েছে, প্রাপ্ত বয়স্ক নারী ও শাবকরাই হারিয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে। এ অবস্থা চলতে থাকলে একসময় বিলুপ্ত হয়ে যাবে সাদা ধবধবে পোলার বিয়ার।

পৃথিবীতে আট প্রজাতির ভাল্লুকের মধ্যে সবচেয়ে বড় ও আকর্ষণীয় মেরু ভাল্লুক। শুভ্র বরফে ঢাকা অঞ্চলের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে এই মেরু ভাল্লুক।

কানাডার পশ্চিম হাডসনস বে’কে বলা হয় মেরু ভাল্লুকের রাজধানী। আর এই রাজধানীতেই আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে মেরু ভাল্লুক। স্ত্রী প্রজাতির ভাল্লুক এবং শাবক পার করছে কঠিন সময়।

আর এ মূল কারণ জলবায়ূ পরিবর্তন। সম্প্রতি এক জরিপে এ তথ্য উঠে এসেছে। উষ্ণায়নের কারণে কারণে মেরু ভাল্লুকদের আবাস্থল এবং শিকারের পরিধি ছোট হচ্ছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, গেল পাঁচ বছরেই ২৭ শতাংশ কমেছে মেরু ভাল্লুক। বর্তমানে মেরু ভাল্লুকের সংখ্যা ৬শ’ ১৮টি। পাঁচ বছর আগে এই সংখ্যা ছিল ৮শ’ ৪২।

খাদ্য, প্রজনন, বাসস্থানের জন্য এরা সমুদ্রের বরফের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। বিভিন্ন জলচর ও স্থলজ প্রানী মেরু ভাল্লুকের খাদ্যের উৎস। সিল মাছ এদের প্রিয় খাদ্য।

গবেষকরা বলছে, বরফ গলতে শুরু করায় এদের বাসস্থান, প্রজনন স্থান ও শিকার করার ক্ষেত্র প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। শিকারের পরিধি কমায় থাকতে হচ্ছে অনাহারে।

কানাডার গবেষকরা বলছেন, পশ্চিম হাডসন উপসাগরে স্ত্রী প্রজাতি এবং অল্প বয়েসী ভাল্লুকের মৃত্যুর হার উদ্বেগজনক।
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি