ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

জলবায়ুর ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে ৭০ কোটি ডলারের প্রতিশ্রুতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ৮ ডিসেম্বর ২০২৩

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে প্রতি বছর নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর কমপক্ষে ৪০ হাজার কোটি ডলার অর্থ প্রয়োজন। কিন্তু এ বছর মিলেছে মাত্র ৭০ কোটি ডলারের প্রতিশ্রুতি। 

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জলবায়ু সম্মেলন কপ-টুয়েন্টি-২৮ প্রথম দিনই ‘লস এন্ড ড্যামেজ’ তহবিলে অর্থ সংগ্রহের ব্যাপারে একমত হন বিশ্বনেতারা।

বিভিন্ন সংস্থার হিসাব মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য প্রতি বছর উন্নয়নশীল দেশগুলোর ৪০ হাজার কোটি ডলারের বেশি অর্থ প্রয়োজন। কার্বন নিঃসরণসহ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য ধনী দেশগুলো দায়ী হলেও ‘লস এন্ড ডামেজ’ তহবিলে অর্থ দেয়ার ক্ষেত্রে আগ্রহী নয় তারা। 

এবারের সম্মেলনে এ পর্যন্ত মাত্র ৭০ কোটি ডলার পাওয়ার প্রতিশ্রুতি মিলেছে। প্রয়োজনের তুলনায় যা মাত্র দশমিক ২ শতাংশ। 

শুধু তাই নয়, কিভাবে-কখন এই অর্থ দেয়া হবে তাও স্পষ্ট করেনি ধনী দেশগুলো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি