ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

জাকির-তানজিদের পর ফিরলেন হৃদয়, চাপে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১৫:১৬, ২৬ সেপ্টেম্বর ২০২৩

তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। জাকির হাসানকে নিয়ে ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান তামিম। কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি তারা। ৮ রান তুলতেই এই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। এরপর ফেরেন তৌহিদ হৃদয়ও।

অভিষেকে ৫ বলে মাত্র ১ রান করে অ্যাডাম মিলনের বলে বোল্ড হন জাকির হাসান। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।  আর ওপেনার তানজিদ হাসান তামিম তৃতীয় ওভারের প্রথম বলে ট্রেন্ট বোল্টের শিকার হন। স্লিপে ফিন অ্যালেনকে ক্যাচ দেন মাত্র ৫ রান করে। ৮ রানে ২ উইকেট নেই বাংলাদেশের।

জাকিরের আউটের পর নামেন তৌহিদ হৃদয়। দুই চারের মার দিয়ে আভাস দিয়েছিলেন ভাল কিছু করার। তবে ইনিংসটা বড় করা হয়নি তার। অ্যাডাম মিলনের বলে পয়েন্টে উইল ইয়াংয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ফেরার আগে ১৭ বল মোকাবেলায় ১৮ রান করেন হৃদয়। এর মধ্যে তিনটি চারের মার ছিল।

৩৫ রানে ৩য় উইকেট হারালো বাংলাদেশ।

৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৮ রান। অধিনায়ক শান্ত ১৬ বলে ১৮ রান নিয়ে ব্যাট করছেন এবং মুশফিকুর রহিম এখনও রানের খাতা খুলতে পারেননি।

টসের পরপরই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় মিরপুরে। এরপর খেলা শুরু হতে প্রায় ১৫ মিনিট বিলম্ব হয়েছে। এই ম্যাচ অবশ্যই জিততে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। এর আগেই তারা কিউইদের কাছে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি