ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

জাকিরের হাফসেঞ্চুরিতে লিডে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ২৪ ডিসেম্বর ২০২২

ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে চার উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। তবে এখনও টিকে আছেন ওপেনার জাকির হাসান। লাঞ্চের পর এই ওপেনারের হাফসেঞ্চুরিতে লিডে গেল স্বাগতিকরা।

১৩১ বল মোকাবেলায় ৫টি বাউন্ডারিতে ৫১ রানে ব্যাট করছেন ওপেনার জাকির। অপরপ্রান্তে লিটন দাস ১৫ রানে ব্যাট করছেন।

লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটের বিনিময়ে ১০২ রান।  ১৫ রানের লিড পেয়েছে সাকিব বাহিনী।

দ্বিতীয় ইনিংসে ৩৩ ওভারে ৪ উইকেটে ৭১ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যায় টাইগাররা। ৬ উইকেট হাতে নিয়ে এখনও ১৬ রানে পিছিয়ে বাংলাদেশ।

প্রথম ইনিংসে ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে দিন শেষে ৬ ওভারে বিনা উইকেটে ৭ রান করেছিল বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার তৃতীয় দিনের প্রথম সেশনেই ব্যাটিং বিপর্যয় ঘটে বাংলাদেশের। ওপেনার নাজমুল হোসেন শান্ত ৫, মোমিনুল হক ৫, অধিনায়ক সাকিব আল হাসান ১৩ ও মুশফিকুর রহিম ৯ রান করে আউট হন।

আরেক ওপেনার জাকির হাসান ৩৭ ও লিটন দাস শূন্য হাতে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করেন। 

ভারতের অশ্বিন-উনাদকত-সিরাজ ও প্যাটেল ১টি করে উইকেট নিয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি